উইন্ডোজ-৯ বাড়িয়ে দিবে কম্পিউটারের গতি..
৩১ অক্টোবরের পর উইন্ডোজ পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট কিছু সংস্করণ সরবরাহ বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অথচ বর্তমান বাজারে এটিই সবচেয়ে জনপ্রিয়। যার ব্যবহারকারী ৫১ দশমিক ২।
মাইক্রোসফটের পরবর্তী ভারসন উইন্ডোজ-৮ এবং উইন্ডোজ-৮.১ ব্যবহারকারী সব মিলিয়ে বর্তমান বাজারে মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ। এক কথায় সুপার ফ্লপ। আর এ কারণেই বাজারে আসছে উইন্ডোজ-৯।
যা আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে কয়েক গুণ, এমনটাই দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। বর্তমানে টাচ স্ক্রিন ইলেকট্রনিক্স ডিভাইসের কথা মাথায় রেখেই নতুন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।







0 comments:
Post a Comment