Powered by Blogger.

এন্ড্রয়েডে ব্যাটারি ব্যাকাপ বাড়াবেন??

---এন্ড্রয়েডে ব্যাটারি ব্যাকাপ বাড়াবেন+ পাওয়ার বাটনের ব্যবহার কমাবেন যেভাবে---
সাধারণত দিনে আমরা গড়ে ১৫০ বার মোবাইল চেক করি কোন নোটিফিকেশন আসছে কিনা সেটা চেক করার জন্য  জ্বি এইটা গবেষণায় জানানো তথ্য আর এটা ব্যাটারির উপর এফেক্ট ফেলে (পাওয়ার বাটন টার কথা বললাম না, বেচারা  ) সম্প্রতি "Moto X" ফোনে একটা প্রযুক্তি দেখা যায় যেটা কোন নোটিফিকেশন আসলে নিজে নিজে স্ক্রিন অন হয়ে দেখায়, আবার দেখানোর পর নির্দিষ্ট টাইমে রেস্পন্স না পেলে স্ক্রিন অফ হয়ে যায়। আবার AMOLED ডিসপ্লেতে এই প্রযুক্তি ডিসপ্লের শুধু নির্দিষ্ট সংখ্যক পিক্সেল দিয়েই নোটিফিকেশন দেখানোর কাজ সেরে ফেলে তাই ব্যাটারিও বাঁচে।
এরকম ফিয়েচার শুধু মোটো এক্স ইউজাররা পাবে এটা কুনো কথা? তাই সম্পূর্ণ একই সুবিধা সম্বলিত এপ দিয়ে আমরা আজকে কাজ চালাবো আর এপটার নাম 'Dynamic Notifications', এটা সিম্পল ডিজাইন করা এপ কিন্তু সুন্দরও।
ইন্সটলেশনঃ গুগলে প্লে তে Dynamic Notifications লিখে সার্চ দিলেই পাবেন। এটার দুইটা ভার্সন আছে, ফ্রি আর প্রো।তা ফ্রিতে প্রো জিনিস পাইলে ক্ষতি কি? প্রো ভার্সন টাই নামাই নেন (http://bit.ly/1pDGgiM)

কম্প্যাটিবিলিটিঃ 4.1.2 বা এর উপরের যেকোন ভার্সন।

Once you open the app, it'll ask you to allow accessibility access. If it doesn't automatically take you to Accessibility, head over to Settings -> My device -> Accessibility and make sure that ActiveNotifications is turned ON under Services.

ইন্সটল করে ওপেন করুন, প্রথমে "accessibility access" এলাউ করতে বলবে। যদি এটি নিজে নিজে Accessibility তে নিয়ে না যায় তাহলে Settings-> Accessibility এ যান এবং DynamicNotifications এ ঢুকে ON করে দিন। Manage Block apps: যে যে এপের নোটিফিশন দেখতে চান বা চাননা সেগুলো এই অপশন থেকে সিলেক্ট করে দিন।

Custom Screen Timeout: কতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন দেখাবে (এরপরে স্ক্রিন অফ হয়ে যাবে) সেটা সিলেক্ট করতে পারবেন।

Switch Off screen on dismiss: এটাতে টিক মার্ক দিয়ে রাখলে কোন নোটিফিকেশন ক্লিয়ার করে দেয়ার পর নিজে নিজে স্ক্রিন অফ হয়ে যাবে।

Advances appearance options: এখান থেকে নোটিফিকেশন উইন্ডো টা কাস্টমাইজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কি হবে, ফোরগ্রাউন্ড কালার কি হবে, ঘড়ি কই থাকবে, নোটীফিকেশন আইকন কই থাকবে সব ঠিক করে দিতে পারবেন।
PREMIUM FEATURES-
Breating Notifications: কোন নোটিফিকেশন যদি আপনি ক্লিয়ার না করেন বা চোখে না পড়ে, এই অপশন অন করে দিলে নির্দিষ্ট সময় পর আবার স্ক্রিন অন হয়ে দেখাবে।

বাকিগুলা রিডিং পড়লেই বুঝবেন, অপশনের নিচে সবগুলার কাজ দেয়া আছে। নিচে বামে একটা সেন্ড বাটনের মত আইকন আছে, সেটাতে ক্লিক করে নোটিফিকেশন কেমন করে দেখাবে সেটা টেস্ট করতে পারবেন। টিপসঃ ব্যাকগ্রাউন্ড কালো রাখার ট্রাই করবেন, তাইলে ব্যাটারি বাঁচবে।
Device Administrator দেয়ার রিকোয়েস্ট আসতে পারে, Allow করিয়েন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment