Powered by Blogger.

মোবাইল পানিতে পড়লে করণীয়

মোবাইল পানিতে পড়লে করণীয়



হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত আপনার মোবাইলটি বালতির পানিতে বা কখনো বেসিনে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আবার বৃষ্টিতে কিংবা অন্য কোনভাবে মোবাইলটা একেবারে ভিজে যেতে পারে। এক্ষেত্রে যা করতে হবে আর যে কাজ অবশ্যই করবেন না তা জেনে নিন-


যা করবেন না...


* কোনো সুইচ চাপবেন না। এতে করে পানি আরো বেশি পরিমাণে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে শর্টসার্কিট হবে। হয়তো বেঁচে যেতো মোবাইলটা। কিন্তু স্রেফ একটা সুইট চাপার কারণে নষ্ট হয়ে যাবে। তাই কোনো সুইচ বা পোর্টে খোঁচাখুঁচি করবেন না কোনভাবেই। * পানিতে পড়া মোবাইল নিয়ে নির্মাতার ওয়ারেন্টির সুবিধার অপেক্ষায় থাকবেন না। কারণ, পানিতে পড়ার ওয়ারেন্ট ওরা দেবে না। নির্মাতারা কেবল নির্মাণত্রুটি পেলেই সেবা দেবে। আর যদি সেখানে নিয়েই যান, তবে ঘটনা লুকানোর চেষ্টা করবেন না। এতে করে আপনি উপকার পেলেও পেতে পারেন। * হেয়ারড্রায়ার দিয়ে ফোন শুকাবেন না। এতে করে স্পর্শকাতর ইলেকট্রনিক অংশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ভুল করে পানি শুকানোর জন্যে গরম কোনো যন্ত্রের মধ্যেও রাখবেন না। ওভেন বা রেডিয়েটরে তো রাখবেন না।
যা করবেন* ফোনে পানি ঢুকলে যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যাটারি সংযোগ বন্ধ করতে হবে। প্রথমে চেষ্টা করুণ ফোনটি সুইচড অফ করতে। না হলে সরাসরি ব্যাটারি খুলে ফেলুন। অহেতুক অন্যান্য বাটন চেপে কোন কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে যাবেন না। কারণ পানিতে পড়লেও ফোন বন্ধ হয় না। ফলে ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়। যাবতীয় ডেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সার্কিট জ্বলে যেতে পারে। তাই প্রথম কাজই এটার ব্যাটারি সংযোগ বন্ধ করে দেওয়া। * বন্ধ করার পর একটি শুকনো কাপড়ে মোবাইলটি ভালোমতো মুছে ফেলুন। এবার একটি টিস্যু বা পেপার তোয়ালেতে মুড়ে রেখে দিন। এতে বাড়তি পানি শুষে নেবে ওগুলো। কোনো অ্যাক্সেসরিজ লাগানো থাকলে তা খুলে ফেলুন। সিমকার্ড বের করে নিন। মেমোরি কার্ডও বের করে নিন। এবার বিভিন্ন কোণ থেকে মোবাইলটা ঝাঁকাতে থাকুন। এতে করে ভেতরে কোনো পানি থাকলে বের হয়ে আসবে। * এবার আসল কাজ। বাড়িতে যেখানে চাল রেখেছেন সেখানে মোবাইলটি রেখে দিন। সবচেয়ে ভালো হয় কোনো এয়ারটাইট বাক্সে চাল নিয়ে তারমধ্যে মোবাইলটি রাখতে পারলে। চালের ভেতরে স্মার্টফোনটি ডুবিয়ে দিন। চাল কিন্তু আর্দ্রতা দারুণভাবে শুষে নিতে পারে। এতে অবশ্য চালের গুঁড়া লেগে যাবে। কিন্তু মোবাইল বাঁচবে। এভাবে ২৪-৪৮ ঘণ্টা মোবাইলটি রেখে দিতে হবে। * কড়া সূর্যালোকেও মোবাইলটি রেখে দিতে পারে। এতে করে পানি শুকিয়ে যাবে। তবে এটা করতে গেলে মোবাইলে ব্যাক কাভার এবং ব্যাটারি সব খুলে নেবে। রোদ্রে মোবাইলটাকে যতটা খোলামেলা রাখা যায় সেভাবেই রাখবেন। আশা করা যায়, মোবাইলটা ভালো হয়ে যাবে। খুব বড় দুর্ঘটনা না ঘটে গেলে অন্তত মোবাইলটা আবারো চালু হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

how to change facebook name without waiting 60 days

 60 দিনের আগে নাম চেন্জ করতে চান। নো প্রবলেম।


১.প্রথমে Setting privacy তে যান।
২.তারপর General এ ক্লিক করন।
৩.আপনার নাম এ ক্লিক করে নামের নিচে দেখবেন Learn more লিকা আছে ঐখানে click করুন।
৪.তারপর দেখবেন নীল রঙে লিখা let us us তে Click করেন।
৫.তারপর আপনি যে নাম দিতে চান সেই নামগুলো তিনটি ঘরে লিখুন।
৬.First name and last name লিখতেই হবে Middle name না লিখলেও চলবে।
৭Reason for this change লিখা ঘরে click করে legal name change এ click করুন।
তারপর choose এ click করে যেকোনো একটি ফটো আপলোড করে SEND করে দিন,এখন দেখুন নাম পরিবর্তন হয়ে গেছে।
লাইক দিয়ে এক্টিভ থাকুন...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

GP cere

এখন নিজেই হয়ে যান GP এর
কাস্টমার কেয়ার,,,,,
Account=*566#
Nijer no=*2#
Bonuous=(1)*566*8#
(2)*566*9#
(3 )*577*3#
MB dekhte=*566*10#
Rin nite=*1010*1#
Riner tk=*566*28#
Pakage jante= P send 4444
Pakage change=S-D-A-B send 4444
1sec palse= SP send 4444
Miss call Alert= START MCA send 6222
Miss Alert off= STOP MCA send 6222
Call block=*21*1266#
0ff=##002# Super FnF= SF number send 2888
Super fnf change= SFC old no new no send 2888
Old FnF jante=*111*2*1*1#
Net pakage=*111*6*1 #
Gp pakage change to list=*111*4#
Off sim ar offer jante= Check send 9999,
এরকম আরো দারুন কিছু টিপস রয়েছে
আপনাদের জন্য ৷ ভালো সাডা পেলে টিপস
গুলো দিব

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Who loging my facebook id??

* কি করে বুঝবেন আপনার
facebook ID অন্যকেউ
Login করেছে কি না? *
এ জন্য আপনাকে প্রথমে আপনার
ফেসবুক একাউন্ট লগ_ইন করতে
হবে । এবার Account settings এ
যান, এখন security তে Click
করুন,
Browser security Connection
when even posible এবং
send me Email এবং send me a text messege
চেক বক্স গুলো তে ঠিক দিন ।
এবার Save করুন কাজ শেষ
এবার আপনার FB লগ_ইন
করার সাথে সাথে আপনার Mobile
এ একটি SMS আসবে R এতে আপনার Id Login এর
সময় স্থান ইত্যাদি জানতে
পারবেন, যদি অন্য কেউ হয়
তবে আপনি সাথে সাথে
Password Change
করে নিতে পারবেন । আপনাদের উপকারের জন্য এমন
সব পোস্ট লিখি তবু যদি একটা
Like না দেন তবে এমন সব
Importent পোস্ট লিখার
উৎসাহ পাবো কই থেকে??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মোবাইল দিয়ে সহজেই বের করুন মেমোরিকার্ডের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড

মোবাইল দিয়ে সহজেই বের করুন মেমোরিকার্ডের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড
মোবাইল দিয়ে সহজেই বের করুন মেমোরি
কার্ডের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড
মেমরীর পাসওয়ারড ভুলে গেলে মেমোরি
কার্ড ফেলে দেয়া ছাড়া উপায় থাকে না।
আসুন আজ আমরা উপায় নিয়ে আলোচনা
করি। আমরা আজ মাত্র ৩ টি সচিত্র
ধাপে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড বের
করবো

১| আপনার মোবাইলে X-Plore
ইনস্টল করে নিন।

২|ইনস্টল হবার পর X-Plore
খুলুন। খুলে 0 (Zero)
চাপুন।পেজ আসবে। সেখানে
Show The System Files
নামের অপশনটিতে ক্লিক করে মার্ক
করে নিন। মার্ক হলে পাশে লাল টিক
চিহ্ন থাকবে।

৩|তারপর নিম্নের নির্দেশনা
অনুসরন করুনঃ C Sys/Data/
Mmcstore

৪|mmcstore এরউপর
কার্সর নিয়ে HexViewer
চালুকরে ফাইলটি দেখার জন্য
3 চাপুন

৫| এবার একটি পৃষ্ঠা আসবে।
সেখানে ৩ নং কলামটি দেখুন। আপনি
(c??\\\\\\"?x?? ? 6?2?6?2?6)
ধরনের কিছু দেখতে পারবেন।
\\\\\\\'?\\\\\\\'
চিহ্নের মাঝের অক্ষরগুলোই আপনার
হারিয়ে যাওয়া পাসওয়ার্ড!!!

অর্থাৎ,এক্ষেত্র ে আমার
পাসওয়ার্ডঃ 62686 !

বিঃ দ্রঃ আপনার মেমোরি কার্ডে
পাসওয়ার্ড দেয়া না থাকলে আপনি
C Sys/ Data / Mmcstore -
খুঁজে পাবেন না।

বেশ কিছুদিন পেজের পোষ্টে লাইক না
দিলে আপনার হোমপেজে এই পেজের
পোষ্ট যবেনা। তখন আপনাকে বারবার
পেজ খুজে বের করে পেজে ঢুকে পোষ্ট
পড়তে হবে। তাই নিয়মিত এই পেজের
আপডেট পেতে লাইক দিবেন। ধন্যবাদ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

MB Transfer

জিপিতে মেগা ট্রান্সপার
করুন খুব সহজে ।
এ পোষ্ট সর্ব প্রথম আমরাই করলাম
। আপনার অন্য কোন পেজে এই
পোষ্ট দেখতে পাবেন না ।
যাই হোক বক বক
না করে কাজে চলে যাই ।
Volume_75MB_512kbps_3G
igift <space>
75mb<space> receiver’s
no <space>
senders name
Volume_250MB_512kbps_3G
igift <space>
250mb<space>
receiver’s
no<space> senders
name
Volume_1GB_512Kbps_3G
igift <space>
1gb<space> receiver’s
no<space>
senders name
Smartplan_299_3G_512Kbps
igift <space>
sp299<space>
receiver’s no<space>
senders name
Click_3G_4MB_512Kbps
igift <space>
4mb<space> receiver’s
no<space>
senders name
igift <space>
click<space> receiver’s
no<space>
senders name
Edge_60MB
igift <space>
60mb<space> receiver’s
no<space>
senders name/number
কোন সমস্যা হলে কমেন্ট বক্স
তো আছেই আপনি কমেন্ট করুন ।।
[বিঃদ্রঃ ফেসবুকের নিয়ম
অনুযায়ি নিয়মিত
পোষ্টে লাইক কমেন্ট
না করলে আমাদের পোষ্ট
আপনি পাবেন না ]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Facebook Tips Name Change After 60 Days

°°Facebook Tips°°
৬০ দিনের আগে নাম চেঞ্জ করতে চান....?
নো প্রবলেম ! :S
নিচের স্টেপ গুলো ভালো করে দেখুন।
:
১.প্রথমে Setting & Privacy তে যান।
:
২.তারপর Genarel এ যান।
:
৩.তারপর Name এ ক্লিক করুন।
:
৪.আপনার নামের নিচে Learn more
লিখা আছে ঐখানে ক্লিক
করুন।
:
৫.তারপর দেখবেন নীল রঙ্গে লিখা let us us
তে যান।
:
৬.তারপর আপনি যে নান দিতে চান সেই নাম
গুলো তিনটি ঘরে লিখুন

1st name এবং last name লিখতেই হবে। middle
name
না লিখলেও হবে ।
:
৭.Reason for this change লিখা ঘরে ক্লিক
করে Legal Name
Change এ ক্লিক করুন।
:
৮.তারপর Choose এ ক্লিক
করে যেকোনো একটি ফটো আপলোড করে
send
করে দিন।
তারপর দেখুন ৩ দিনের ভিতর অপনার নাম
চেঞ্জ
হয়ে গেছে
ভাল লাগলে লাইক মাস্ট

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS